নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪১টি কোম্পানির ৫১ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৯ কোটি টাকা বেশি।আগের কার্যদিবসে ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানির ৩২ কোটি ১০ লাখ ৮৬ হাজার টাকার লেনদেন হয়েছিল।জানা যায়, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। কোম্পানিটির ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ৯৫ লাখ ৮৭ হাজার টাকার আমান ফিড এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার টাকার লেনদেন হয়েছে জিবিবি পাওয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।