কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কাছে আবারও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সন্ত্রাসী হামলার সতর্কতা জারির কয়েক ঘণ্টার মধ্যেই রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটলো।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছেন কিনা জানা যায়নি।তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে বিস্ফোরণের পরপরই ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণে একজন শিশু মারা গেছে। আফগানিস্তানের একজন পুলিশ কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন। তবে অসমর্থিত সূত্রে এক শিশুসহ দুজনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।গত শনিবার (২৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাবুল বিমানবন্দরে সম্ভাব্য হামলার শঙ্কার কথা জানিয়েছিলেন। ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এ হামলা হতে পারে, বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী এক বিস্ফোরণে ১৩ মার্কিন সৈন্যসহ অন্তত ১৭০ জনের প্রাণহানি ঘটে। পরে ইসলামিক স্টেট অব খোরাসান প্রভিন্স (আইএসকেপি) হামলার দায় স্বীকার করে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন