বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বিয়ে করতে যাচ্ছেন- ফের এমনটা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠের সঙ্গে নাকি শিগগিরই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ‘সাহো’খ্যাত এই অভিনেত্রী।বেশ কয়েক বছর ধরে তারা প্রেম করছেন। তাদের সম্পর্কের বিষয়টি পারিবারিকভাবেও মেনে নেওয়া হয়েছে।একটি ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রদ্ধার খালাতো ভাই অভিনেতা প্রিয়াঙ্ক শর্মাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘এই ব্যাপারে এখন কোনো মন্তব্য করতে চাই না। তবে যদি জিজ্ঞাসা করেন, শ্রদ্ধার বিয়ের জন্য মুখিয়ে আছি কি না, বলব অবশ্যই। বিয়ে তো ভালো ব্যাপার। মুখিয়ে থাকার মতোই একটি অনুষ্ঠান’।এদিকে জানা যায়, রোহানের বাবা রাকেশ শ্রেষ্ঠা শ্রদ্ধার সঙ্গে ছেলের সম্পর্কের বিষয়টি মেনে নিয়েছেন। তিনি জানান, রোহান-শ্রদ্ধা কলেজ জীবন থেকে বন্ধু। দুজনেই কর্মজীবনে ভালো করছেন, তাই বিয়ের বিষয়টি মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।কিন্তু কবে শ্রদ্ধা ও রোহানের চার হাত এক হচ্ছে, সে বিষয়ে কেউ এখনো মুখ খোলেননি।রোহান শ্রেষ্ঠ একজন প্রতিষ্ঠিত ফ্যাশন ফটোগ্রাফার। নানা সময় তিনি বলিউডের নামী তারকাদের ছবি তুলেছেন। ২০১৯ সালে প্রথমে রোহান ও শ্রদ্ধার সম্পর্কের বিষয়টি সামনে আসে, তারা বিয়ে করছেন বলেও তখন গুঞ্জন ছড়ায়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।