রাজবাড়ীতে কমতে শুরু করছে পদ্মার পানি

রাজবাড়ীতে কমতে শুরু করছে পদ্মার পানি
রাজবাড়ী: রাজবাড়ীতে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।স্থানীয়রা জানায়, নদীর পানি কমতে শুরু করায় বসতবাড়ি ও বাড়ির আঙ্গিনা থেকে পানি নামতে শুরু করেছে।  পানি উন্নয়ন বোর্ডের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টের পরিমাপক সালমা খাতুন  জানান, পদ্মার পানি গত দুই দিন ধরে কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মানদীর রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আরিফুল হক   জানান, এ বছরের বন্যায় রাজবাড়ী জেলার ১০টি ইউনিয়নের সাড়ে ৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল। যাদের প্রত্যেকের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।  তবে এখনও অনেক এলাকায় ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছে স্থানীয়রা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাস চাপায় প্রাণ গেল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রীর

ভূমিহীন-গৃহহীন মুক্ত হচ্ছে চাঁদপুর জেলা