রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার কুড়াপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) দিনগত রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-রফিকুল ইসলাম রাশেদ (৩৭) ও মুক্তার হোসেন (৪০)। তারা দু’জনই কুষ্টিয়া সদরের হাউজিং এলাকার বাসিন্দা।পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রাশেদ ও মুক্তার বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে পাংশার কুড়াপাড়ায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ব্রিজের পিলারে ধাক্কা খায়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মুক্তার ও রাশেদ। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।স্থানীয়দের অভিযোগ, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ছোট-বড় অনেকগুলো ব্রিজের নির্মাণ কাজ চলছে। ঠিকাদার প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।