নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি গ্রামে গভীর রাতে ঘুমন্ত মানুষের ওপর বন্দুকধারীরা হামলা চালালে কমপক্ষে ৩৬ গ্রামবাসী নিহত হয়েছেন। এ সময় ধ্বংস করা হয়েছে ওই গ্রামের বেশিরভাগ বাড়িঘর।বুধবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির মধ্যাঞ্চলীয় জোস শহরের ইয়েলওয়া জঙ্গম নামক গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে ঘটে এই হতাহতের ঘটনা। পরে আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িঘরে। অঞ্চলটিতে প্রায়ই জাতিগত দাঙ্গার শিকার হয় গ্রামগুলো। মূল বিরোধ হাউসা ও ফুলানি গোষ্ঠীর মধ্যে। তবে ছোট ছোট আরও অনেক গোষ্ঠীর সংঘাতও প্রায় নিয়মিত ঘটনা সেখানে।