নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি গ্রামে গভীর রাতে ঘুমন্ত মানুষের ওপর বন্দুকধারীরা হামলা চালালে কমপক্ষে ৩৬ গ্রামবাসী নিহত হয়েছেন। এ সময় ধ্বংস করা হয়েছে ওই গ্রামের বেশিরভাগ বাড়িঘর।বুধবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির মধ্যাঞ্চলীয় জোস শহরের ইয়েলওয়া জঙ্গম নামক গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে ঘটে এই হতাহতের ঘটনা। পরে আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িঘরে। অঞ্চলটিতে প্রায়ই জাতিগত দাঙ্গার শিকার হয় গ্রামগুলো। মূল বিরোধ হাউসা ও ফুলানি গোষ্ঠীর মধ্যে। তবে ছোট ছোট আরও অনেক গোষ্ঠীর সংঘাতও প্রায় নিয়মিত ঘটনা সেখানে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।