বিশ্বব্যাংক থেকে সহায়তা পাবে না আফগানিস্তান

বিশ্বব্যাংক থেকে সহায়তা পাবে না আফগানিস্তান
নিউজ ডেস্ক :  দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান।  এর পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুলে চলছে উত্তেজনা।তালেবানের এমন উত্থানে চিন্তায় রয়েছে বিশ্ব নেতারাও।  ধারণা করা হচ্ছে, ৩১ আগস্টের পর সরকার গঠনের ঘোষণা দেবে তালেবান। এই অবস্থায় তালেবানের হাতে দেশটির নিয়ন্ত্রণ যাওয়ায় আফগানিস্তানকে সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক।  মঙ্গলবার বিশ্বব্যাংকের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।  বিশ্বব্যাংকের মুখপাত্র মার্সেলা সানচেজ বেন্ডার বলেন ‘আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির উন্নয়নে, বিশেষ করে নারীদের ওপর এই পরিস্থিতির প্রভাবের বিষয়ে।  আফগানিস্তানে বর্তমানে দুই ডজনের মতো উন্নয়নমূলক প্রকল্প রয়েছে বিশ্বব্যাংকের। সাময়িকভাবে সহায়তা বন্ধ রাখলেও, উন্নয়নমূলক কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখার পথ খোঁজার কথাও জানান মার্সেলা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি