চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আর্ত মানবতায় সেবায় বিত্তবানরা এগিয়ে আসা কেবল মানবিক আবেদন নয়, এ মহৎ কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার মাধ্যমে পরম করুণাময় আল্লাহতালা’র নৈকট্য লাভ করা যায়। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে চকবাজার বড়মিয়া মসজিদ সংলগ্ন বাকলিয়া রেসিডেনসিয়াল মডেল স্কুলে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন।জাতীয় শোক দিবস উদযাপন পরিষদের সভাপতি হাজী মো শফীর সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম মোকতার হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, নগর আওয়ামী লীগ নেতা মো ইসা, মনজুর হোসাইন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মুসা, তারেক সুলতান, শামসুল হক, জাফর আহমদ, আবুল কালাম আজাদ, সৈয়দ মো. মুসা, জাহাঙ্গীর আলম, খায়রুল বশর বাসেক, শাহেদুল ইসলাম সাহেদ প্রমুখ।
আল ইমরান,বগুড়া:নিহতরা হলেন, উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আক্তার (৩০)। বুধবার (৯ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেপুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতের কোনো এক সময়ে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে চারজন লোক আফতাব হোসেনের বাড়িতে ঢুকে তার ও রিভার হাতপা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ধর্ষনের শিকার হয়েছে নিহত রিভা।