আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার (২৪ আগস্ট) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আগ্নেয় বেলুন ওড়ানোর জবাবে এ হামলা চালানো হয়েছে। হামাসের একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং রকেট ছোড়ার স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানায় তারা।ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, সোমবার আগ্নেয় বেলুনের কারণে গাজা সীমান্তবর্তী মাঠে আগুন ধরে যায়। তাদের সাবধান করার জন্যই এ হামলা চালানো হয়েছে। গাজায় আরোপিত অবরোধ শিথিলে চাপ দিতেই এসব বেলুন ওড়ানো হয়েছে দাবি ফিলিস্তিনের।প্রসঙ্গত, অনেকবার হামাসের বিরুদ্ধে আগ্নেয় বেলুন ওড়ানোর অভিযোগ এনে গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে বৃহস্পতিবার (১৭ জুন) অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।