বিনোদন ডেস্ক : শুটিং সেটে হাতে চোট পান বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।বাবা অমিতাভ বচ্চন ও বোন শ্বেতা বচ্চন তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।চিকিৎসক জানিয়েছেন অভিষেকের আঘাত গুরুতর নয়। তিনি বাসায় ফিয়ে গিয়েছেন। কিছুদিন বিশ্রাম নিলেই এই অভিনেতা সেরে উঠবেন।ভারতীয় সংবাদমাধ্যমকে লীলাবতী হাসপাতালের সিইও বলেন, ‘অভিষেক বচ্চন গতকাল হাতের সামান্য চোট নিয়ে আমাদের কাছে এসেছিলেন। তিনি কয়েক ঘণ্টা এখানে ছিলেন। তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বাসায় চলে গিয়েছেন। ’অভিষেক বচ্চন কিছুদিন আগে হাতে চোট পান। তার ডান হাতের আঙুলে ব্যান্ডেজ করা হয়েছে। তবে এর আগে অভিষেকের শারীরিক অসুস্থতা নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলেননি।গত সপ্তাহে স্ত্রী ঐশ্বরিয়া রাই ও মেয়ে আরাধ্যর সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় অভিষেক বচ্চনকে। মেয়েকে নিয়ে ঐশ্বরিয়া মধ্যপ্রদেশে গিয়েছেন ‘পন্নিইন সেলভান’ সিনেমার শুটিংয়ের জন্য। সেজন্য এই সাবেক বিশ্বসুন্দরী স্বামীকে দেখতে হাসপাতালে যেতে পারেননি।অভিষেক বচ্চন বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘বব বিশ্বাস’ এবং ‘ধসবি’ সিনেমা নিয়ে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমা দুইটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।