স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর লিগ ওয়ান। সেই লিগে এক খেলোয়াড়কে বোতল ছুঁড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে মাঠে ঢুকে যায় দর্শকরা।নিস ও মার্শেইয়ের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে।নিসের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে মার্শেইয়ের দিমিত্রি পায়েত কর্নার শট নিতে গেলে স্বাগতিক সমর্থকদের একাংশ তাকে বোতল ছুঁড়ে মারে। সে বোতলটিকে গ্যালারিতে ফিরিয়ে দেন। এরপরই স্বাগতিক দলের সমর্থকরা মাঠে প্রবেশ করে। দর্শকরা মাঠে ঝামেলা করায় খেলা বন্ধ হয়ে যায়। পরে মার্শেইয়ের খেলোয়াড় ম্যাচটি পুনরায় শুরু করতে অস্বীকৃতি জানায়। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।মার্শেই দলের সভাপতি বলেন, ‘মাঠে ঢুকে আমাদের খেলোয়াড়দের আঘাত করেছে দর্শকরা। আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে আমরা ম্যাচটি পুনরায় শুরু করিনি। ’৭৫ মিনিট খেলা হয়েছিল ম্যাচটি। ম্যাচে তখন নিস ১-০ গোলে এগিয়ে ছিল। এই লিগেই মেসি-নেইমারদের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ৩৮ ম্যাচ খেলবে। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এই লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে পিএসজি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।