গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষপর্বের (আইসিটিসহ) স্থগিত হওয়া পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বর থেকে এস পরীক্ষা শুরু হবে। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। রোববার (২২ আগস্ট) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার বিস্তারিত সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরমপূরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণ করতে পারবেন। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ সময় ৪ সেপ্টেম্বর।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।