তৃতীয় দফা রিমান্ড শেষে আদালতে পরীমনি

তৃতীয় দফা রিমান্ড শেষে আদালতে পরীমনি
নিজস্ব প্রতিবেদক : বনানী থানার মাদক মামলায় তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে পরীমনিকে আদালতে আনা হয়েছে। এদিন দুপুর পৌনে ১২টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে।  এর আগে গত ১৯ আগস্ট তৃতীয় দফায় চিত্রনায়িকা পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।সেই রিমান্ড শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে রিমান্ড ফেরত প্রতিবেদন দাখিল করা হবে। তবে নতুন করে রিমান্ড আবেদন না থাকলে থাকে এজলাসে তোলা হবে না।  গত ৪ আগস্ট বিকেল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চারদিন ও ১০ আগস্ট পরীমনির দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মিয়ানমারে পাচার হচ্ছিল সিমেন্ট, কোস্ট গার্ডের অভিযানে সিমেন্টসহ ৫ পাচারকারী আটক

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান