সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. সেকান্দর চৌধুরী বলেন, ২১ আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্যই ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়েছিল। ভাগ্যগুণে সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে গেলেও আজও বয়ে বেড়াচ্ছেন ক্ষত। এ গ্রেনেড ও জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তারেক রহমান এখনও লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি ২১ আগষ্ট গ্রেনেড হামলার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক রমজু, চকবাজার থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দিদারুল আলম চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক একেএম আনিসুজ্জামান, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী ইলিয়াস চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক আবদুল হালিম, নগর মহিলা আওয়ামী লীগের দফতর সম্পাদক হাসিনা আক্তার টুনু, কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল আনোয়ার মান্নান, রহমত উল্লাহ স্বপন, নাফিজ ইমতিয়াজ সানজু, বিজয় ৭১ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, বাহার উদ্দিন খাঁন, সুপন মল্লিক, হানিফ মাহমুদ বাহার,চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য বাবু কাজল প্রিয় বড়ুয়া প্রমুখ।