কাবুল থেকে মার্কিনদের ফেরানো ‘কঠিন কাজ’: বাইডেন

কাবুল থেকে মার্কিনদের ফেরানো ‘কঠিন কাজ’: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের হাতে চলে যাওয়া আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও মিত্রদের ফিরিয়ে আনাকে ইতিহাসের সবচেয়ে ‘কঠিন কাজ’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।শুক্রবার (২০ আগস্ট) হোয়াইট হাউজে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।এ সময় বাইডেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন উপস্থিত ছিলেন।বাইডেন বলেন, বর্তমানে কাবুলের যে পরিস্থিতি তাতে সেখান থেকে মার্কিন নাগরিক ফিরিয়ে আনার মতো ‘কঠিন কাজ’ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কখনও দেখা যায়নি। শেষ পর্যন্ত পরিস্থিতি কী দাঁড়াবে এ বিষয়ে আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে দেশে ফিরতে ইচ্ছুক সব মার্কিন নাগরিককে ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক চেষ্টা করবে।হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, গত এক সপ্তাহের মধ্যে কাবুল থেকে প্রায় ১৩ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন।কিন্তু কাবুল বিমানবন্দরের বর্তমান যে চিত্র দেখা যাচ্ছে তাতে উদ্বিগ্ন দেশটি।  বর্তমানে বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা চৌকিগুলোতে সশস্ত্র অবস্থান নিয়েছেন তালেবান সদস্যরা। তারা বিভিন্ন দেশের মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ রয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি