বিনোদন ডেস্ক : ভারতের সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘ইন্ডিয়ান আইডল’র ১২তম সিজনে চ্যাম্পিয়ন হয়েছেন পবনদীপ রাজন। বিজয়ীর ট্রফি ছাড়াও পুরস্কার হিসেবে পবনদীপ পেয়েছেন ২৫ লাখ রুপি ও মারুতি সুজুকি সুইফট মডেলের একটি গাড়ি।‘ইন্ডিয়ান আইডল’র মঞ্চে পাওয়া ২৫ লক্ষ রুপি কোথায় খরচ করবেন, সেই পরিকল্পনাও করে ফেলেছেন পবনদীপ। তিনি জানান, এই টাকায় নিজের গ্রাম উত্তরাখণ্ডের চাম্পাওয়াতে ছোটদের জন্য একটি গানের স্কুল নির্মাণ করবেন। এক সাক্ষাৎকারে পবনদীপ বলেন, ‘আমার গ্রামের বাচ্চাদের জন্য একটা গানের স্কুল করতে চাই। যাতে তারা সংগীত শিখে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে। স্কুল নির্মাণের জন্য ‘ইন্ডিয়ান আইডল’ থেকে পাওয়া টাকা খরচ করতে চাই। ’ ‘ইন্ডিয়ান আইডল’র এবারের আসরের প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন অরুনিতা কাঞ্জিলাল ও সায়লি কাম্বলে। এছাড়া গ্র্যান্ড ফিনালেতে অন্য প্রতিযোগীরা ছিলেন নিহাল তাওরো, মোহাম্মদ দানিশ, শানমুখ প্রিয়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।