ফেনী: ফেনীতে সোনার বার ডাকাতির মামলায় ডিবির ওসি সাইফুল ইসলামকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের রিমান্ড শেষ হলেও গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ায় ডিবির সাবেক ওসি সাইফুল ইসলামকে আরও সাত দিনের রিমান্ডে নিতে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করি। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী রোববার রিমান্ডের আবেদনের শুনানি করা হবে।একই ঘটনায় দ্বিতীয় দফায় রিমান্ড শেষ হওয়ায় ৫ পুলিশ কর্মকর্তাকেও কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি এই মামলায় আটক বাদী গোপালের সাবেক ব্যবসায়ী অংশীদার সমিদুল আলম ভুট্টো ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ায় তাকেও আদালতে পাঠানো হয়েছে।এ ঘটনায় ১৬৪ ধারায় দুই গাড়ি চালকও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।গত ৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে চট্টগ্রামের গোপাল কান্তি দাশ নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি সোনার বার লুটের অভিযোগে গ্রেফতার করা হয় জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলামসহ আরও ৫ পুলিশ কর্মকর্তাকে।