নদ-নদীর পানি বাড়ছে, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

নদ-নদীর পানি বাড়ছে, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা
ঢাকা: দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রোববার (১৫ আগস্ট) নাগাদ তিস্তা, ধরলাসহ উত্তরাঞ্চলের অন্যান্য সীমান্ত নদীগুলোর পানির সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং কতিপয় স্থানে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।দেশের সব প্রধান নদ-নদীর পানি এই সময়ে বৃদ্ধি অব্যাহত থাকবে। ফলে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে সিলেট ও সুনামগঞ্জে।অন্যদিকে আগামী মঙ্গলবার নাগাদ পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানির সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া রোববার নাগাদ শরীয়তপুর, চাঁদপুর জেলার বন্যা পরিস্থিতিও অবনতি হতে পারে।বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, পদ্মার পানি সুরেশ্বরে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে এবং সুরমার পানি সুনামগঞ্জে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পাউবো জানিয়েছে তাদের পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০৯টি স্টেশনের মধ্যে শনিবার (১৪ আগস্ট) পানির সমতল বেড়েছে ৭৮টি স্টেশনে। কমেছে ২৭টি স্টেশনের পানির সমতল। অপরিবর্তিত আছে ৩টি স্টেশনের পানির সমতল। একটিতে এখনো তথ্য সংগ্রহ শুরু হয়নি। আর বিপৎসীমার উপর দিয়ে দুটি স্টেশনের পানি প্রবাহিত হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ