নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা পরীমনি ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির বহিষ্কৃত সদস্য হেলেনা জাহাঙ্গীরসহ সাত জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়ার ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এই তথ্য চাওয়া হয়েছে।বাকি পাঁচ জন হলেন—ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়াম আক্তার মৌ, মিশু হাসান, সালেহ চৌধুরী ওরফে কার্লোস এবং নজরুল ইসলাম।প্রত্যেকের বাবা-মা ও স্বামীর নামের সঙ্গে স্থায়ী ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করা হয়েছে বিএফআইইউর চিঠিতে।এই ছয় জন ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব অতীতে অথবা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সেই সব হিসাবের যাবতীয় তথ্য (যাবতীয় কাগজপত্রাদিসহ হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশান প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী) চাওয়া হয়েছে।এদের মধ্যে পরীমনির ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে ১৬ আগস্টের মধ্যে। বাকি পাঁচজনের ব্যাংক হিসাবের তথ্য ১২ আগস্টের মধ্যে চেয়েছে বিএফআইইউ।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।