নিউজ ডেস্ক : বড় শহরে মানুষের ভিড় আর কাজের চাপে ক্লান্তি ও অবসাদ এলে আমরা যাই ছোট শহরে বা প্রকৃতির মাঝে। দু’টি দিন প্রকৃতির মাঝে থাকলে অবসাদ দূর হয়।ফিরে এসে আবার বেড়ে যায় কাজের গতি। কিন্তু সম্প্রতি এক গবেষণা বলছে ভিন্ন কথা। আমেরিকার ‘ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’-এর জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। আর তাতে দাবি করা হয়েছে, শহরের বাড়িঘরের কাঠামো, মানুষের মেলামেশা এবং পরস্পরের সঙ্গে সম্পর্ক— অবসাদের আশঙ্কা অনেকটাই কমিয়ে দেয়। তুলনায় ছোট শহর বা প্রকৃতির মাঝে থাকলে সেই আশঙ্কা বাড়তে পারে।গবেষক দলটির প্রধান শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান্ড্রু স্টিয়ের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শহরে নানা ধরনের মানসিক চাপ থাকে। কিন্তু শহরের পরিবেশ মানুষ খুব সহজেই অন্যের সঙ্গে মেলামেশা করতে পারেন, মনের কথা খুলে বলতে পারেন। ফলে সেই চাপ কমে যায়। কিন্তু যেখানে অন্য মানুষের উপস্থিতি কম বা মেলামেশার সুযোগ কম, সেখানে অবসাদ, উদ্বেগের সমস্যা দ্রুত বাড়ে। আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বড় শহরগুলোতে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা।