আন্তর্জাতিক ডেস্ক : কা: আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জের দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে সাম্প্রতিক সময়ে কোনো প্রাদেশিক রাজধানী দখলের সফলতা তালেবানের এটাই প্রথম।শুক্রবার (৬ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার বিকেলের দিকে জারাঞ্জের দখল নেয় তালেবান যোদ্ধারা। নিজেদের টুইটারে সেই ঘোষণাও দেয় তালেবান।প্রায় বিনা যুদ্ধে তালেবানিরা জারাঞ্জের দখল পেয়ে যায় বলে জানায় নিমরোজের ডেপুটি গভর্নর রোহ গুল খায়রজাদ। রোহ গুলের অভিযোগ, কেন্দ্র সরকার থেকে পর্যাপ্ত অতিরিক্ত সামরিক সাহায্য পাওয়া যায়নি। বিবিসিকে রোহ গুল বলেন, অনেকদিন থেকেই এ প্রদেশ হুমকির মুখে ছিল। তবু কেন্দ্র থেকে কোনো অতিরিক্ত সাহায্য আসেনি।২০১৬ সালে কুন্দুস দখলের পর এটিই তালেবানের প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল। বিবিসিকে এক তালেবান সেনা কমান্ডার বলেন, এটা শুধু শুরু। আর দেখবেন যে বাকি রাজধানীগুলোও কত দ্রুত আমাদের কাছে হার মানে।বাণিজ্যের জন্য প্রসিদ্ধ জারাঞ্জের পতনের পর এখন পশ্চিমের হেরাত এবং দক্ষিণের কান্দাহার ও লাক্সার গহও তালেবান হামলার ঝুঁকিতে রয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।