আন্তর্জাতিক ডেস্ক : কা: আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জের দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে সাম্প্রতিক সময়ে কোনো প্রাদেশিক রাজধানী দখলের সফলতা তালেবানের এটাই প্রথম।শুক্রবার (৬ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার বিকেলের দিকে জারাঞ্জের দখল নেয় তালেবান যোদ্ধারা। নিজেদের টুইটারে সেই ঘোষণাও দেয় তালেবান।প্রায় বিনা যুদ্ধে তালেবানিরা জারাঞ্জের দখল পেয়ে যায় বলে জানায় নিমরোজের ডেপুটি গভর্নর রোহ গুল খায়রজাদ। রোহ গুলের অভিযোগ, কেন্দ্র সরকার থেকে পর্যাপ্ত অতিরিক্ত সামরিক সাহায্য পাওয়া যায়নি। বিবিসিকে রোহ গুল বলেন, অনেকদিন থেকেই এ প্রদেশ হুমকির মুখে ছিল। তবু কেন্দ্র থেকে কোনো অতিরিক্ত সাহায্য আসেনি।২০১৬ সালে কুন্দুস দখলের পর এটিই তালেবানের প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল। বিবিসিকে এক তালেবান সেনা কমান্ডার বলেন, এটা শুধু শুরু। আর দেখবেন যে বাকি রাজধানীগুলোও কত দ্রুত আমাদের কাছে হার মানে।বাণিজ্যের জন্য প্রসিদ্ধ জারাঞ্জের পতনের পর এখন পশ্চিমের হেরাত এবং দক্ষিণের কান্দাহার ও লাক্সার গহও তালেবান হামলার ঝুঁকিতে রয়েছে।