স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিকের অ্যাথলেটিকসে ভারতকে প্রথম স্বর্নপদক এনে দিয়ে ইতিহাস গড়লেন নীরাজ চোপড়া।এ পদক জিতে অলিম্পিকে এর আগে ভারতকে একক ইভেন্টে প্রথম সোনা জেতানো অভিনব বৃন্দার গড়া কীর্তিকেও ছাড়িয়ে গেছেন তরুণ এ অ্যথলেট।শনিবার অ্যথলেটিকসে জ্যাভেলিনে নিজের দ্বিতীয় চেষ্টায় বর্শা ৮৭.৫৮ মিটার দূরে পাঠিয়েছেন চোপড়া। তার এই থ্রো অনায়াসে সোনা এনে দিয়েছে। রুপা ও ব্রোঞ্জ জিতেছেন চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভাদলেই্খ (৮৬.৬৭ মিটার) ও ভিতেজস্লাভ ভেসেলি (৮৫.৪৪ মিটার)। বাংলানিউজককে
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।