অ্যথলেটিকসে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের নীরাজ

অ্যথলেটিকসে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের নীরাজ
স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিকের অ্যাথলেটিকসে ভারতকে প্রথম স্বর্নপদক এনে দিয়ে ইতিহাস গড়লেন নীরাজ চোপড়া।এ পদক জিতে অলিম্পিকে এর আগে ভারতকে একক ইভেন্টে প্রথম সোনা জেতানো অভিনব বৃন্দার গড়া কীর্তিকেও ছাড়িয়ে গেছেন তরুণ এ অ্যথলেট।শনিবার অ্যথলেটিকসে জ্যাভেলিনে নিজের দ্বিতীয় চেষ্টায় বর্শা ৮৭.৫৮ মিটার দূরে পাঠিয়েছেন চোপড়া।  তার এই থ্রো অনায়াসে সোনা এনে দিয়েছে। রুপা ও ব্রোঞ্জ জিতেছেন চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভাদলেই্খ (৮৬.৬৭ মিটার) ও ভিতেজস্লাভ ভেসেলি (৮৫.৪৪ মিটার)। বাংলানিউজককে

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

“চবির পঞ্চম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট. প্রদান, ডিগ্রি পেলেন ২২ হাজারেরও বেশি শিক্ষার্থী”