বাংলাদেশ ক্রিকেট দলকে ফখরুলের অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দলকে ফখরুলের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক : টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (৩ আগস্ট) দিনগত রাতে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এই প্রথম জয় ছিনিয়ে আনলো বাংলাদেশের টাইগাররা। আমি এই অসাধারণ বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে আমার নিজের এবং বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দলগুলোকে হারিয়ে বাংলাদেশের সম্মান অক্ষুন্ন রাখতে সক্ষম হবে বলে আমি আশা করি। আমি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি