নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা এলাকায় ইউনাইটেড লেদার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার (৪ জুলাই) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পরে খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রায় ১৩টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ১৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি।