নিউজ ডেস্ক : বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সে অনুসারে সোমবার আদালতের নথিতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কথা জানানো হয়েছে।বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের ৩ মে বিবাহ বিচ্ছেদের আবেদন জানান বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। বিচ্ছেদ হয়ে গেলেও তারা এক সঙ্গে জনগণের ভালোর জন্য কাজ চালিয়ে যেতে চান। বৈবাহিক সম্পদ ভাগ করা নিয়েও চুক্তি করেছেন তারা।আদালত থেকে বলা হয়েছে, বিল গেটস এবং মেলিন্ডাকে অবশ্যই বিচ্ছেদ চুক্তির শর্ত মানতে হবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।