নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আম উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।সোমবার(২আগস্ট) সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসায় পাকিস্তান হাইকমিশন থেকে উপহারের আমের ঝুড়ি পৌঁছে দেয়া হয়।এর আগে গত ১৭ জুন যুক্তরাষ্ট্র-ভারত-পাকিস্তানসহ ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাস ও হাই কমিশনে মৌসুমী ফল আম উপহার দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।জানা গেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আম উপহার হিসেবে পাঠিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।