মরক্কোর বাণিজ্যিক রাজধানী কাসাব্লাঙ্কার উপকণ্ঠে একটি খনি এলাকায় খননের সময় অতিপ্রাচীন এই স্থানের সন্ধান মেলে। যে প্রকল্পের অধীনে এখানে গবেষণা হয়েছে সেটির নাম– ফ্রাঙ্কো-মরোক্কান প্রিহিস্ট্রি অব কাসাব্লাঙ্কা। এই প্রকল্পের সহকারী পরিচালক আব্দুর রাহিম মহিব বলেছেন, আফ্রিকায় প্রস্তরশিল্পের আবির্ভাবের সময় নিয়ে যে বিতর্ক রয়েছে, তা অবসানের পরিপ্রেক্ষিতে এটি একটি বড় মাপের পদক্ষেপ।
২০১৭ সালে মরক্কো থেকেই এ সংক্রান্ত যে নিদর্শন মিলেছিল, তা প্রায় ৩ লাখ বছরের পুরনো। তবে বিশ্বজুড়ে প্রাপ্ত প্রাচীন নিদর্শনের নমুনা থেকে সার্বিকভাবে মনে করা হত, আদিম মানবেরা ৭ লাখ বছর আগেকার। কিন্তু উত্তর আফ্রিকার এই নতুন গবেষণা ও তার দ্বারা প্রাপ্ত নিদর্শন জানাল, তা কমপক্ষে ১৩ লাখ বছরের পুরনো!
সূত্র : দ্য গার্ডিয়ান, জি নিউজ