রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের উপচে পড়া ভিড়। শুক্রবার (৩১ জুলাই) সরকার ঘোষিত লকডাউনের অষ্টম দিন হলেও বৃহস্পতিবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রালয়ের নতুন প্রজ্ঞাপন জারির করায় এ ভিড়।জনপ্রশাসন মন্ত্রালয়ের ঘোষণা অনুযায়ী রপ্তানিমুখী সব কল-কারাখানা খোলা থাকবে রোববার (০১ আগস্ট) থেকেই। সেজন্য শনিবার রাপ্তানিমুখী কল-কারাখানার সঙ্গে জড়িত কর্মজীবী মানুষজন ঢাকামুখী হচ্ছেন। ঈদের আগে এসব মানুষ দক্ষিণবঙ্গে এলেও ঈদ পরবর্তীসময়ে ছুটি থাকায় তারা তখন ফিরে যাননি। তবে এক দিনের নোটিশে এভাবে ঢাকায় ফিরতে নাজেহাল অবস্থা মানুষের। গণপরিবহন বন্ধ থাকায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে সকাল থেকে দৌলতদিয়া প্রান্তে বৃষ্টি মাথায় নিয়ে ঢাকামুখী হতে দেখা গেছে সাধারণ মানুষকে। প্রতিটি ফেরিতে ছিল উপচে পড়া ভিড়। ফলে ফেরিতে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি।সকালে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে দেখা যায়, যেসব ফেরি দৌলতদিয়া থেকে ছেড়ে গেছে, সেসব ফেরিতে গাড়ির তুলনায় মানুষের সংখ্যাই বেশি। তবে, মহাসড়কে পুলিশের কোনো চেকপোস্ট চোখে পড়েনি।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা ( বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া শাখার ব্যাবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছয়টি ফেরি চলাচল করছে। নদীতে পানি বাড়ায় নদীতে রয়েছে তীব্র স্রোত।