ঢাকা: রাশিয়ার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (৩০) দেশে ফেরেন অ্যাডমিরাল শাহীন ইকবাল।এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।রাশিয়া সফরকালে নৌপ্রধান গত ২৫ জুলাই দেশটির নৌবাহিনীর ৩২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও পঞ্চম নেভাল প্যারেডে অংশগ্রহণ করেন।এ সময় নৌপ্রধান উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে দু’দেশের নৌপ্রধান পারস্পারিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নৌপ্রধান দেশটির নৌ জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করেন। নৌপ্রধান গত ২৩ জুলাই রাষ্ট্রীয় সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন।