মশা নিধনে যা যা করবেন

মশা নিধনে যা যা করবেন
নিজস্ব প্রতিবেদক : এখন মশার মৌসুম। এডিস মশা ছড়াচ্ছে ডেঙ্গু।পাশাপাশি চিকনগুনিয়ারও ভয়। করোনার এ মহামারির সময় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী।ডেঙ্গু ও চিকনগুনিয়ার বাহক মশা থেকে রক্ষায় বাসাবাড়ির ভেতরে এবং বাইরে যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। এ জন্য আশপাশে পানি জমে থাকতে পারে এমন স্থান ও পরিত্যক্ত জিনিস দ্রুত পরিষ্কার করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
যেসব স্থান বা জিনিসে জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নিতে পারে-•         ফুলের টব/চৌবাচ্চা/পানির ট্যাংক।
•         অব্যবহৃত গাড়ির টায়ার।
•         রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের নিচে পানি জমার পাত্র।
•         ঢাকনা খোলা অব্যবহৃত কমোড।
•         নির্মাণাধীন ভবন।
•         পরিত্যক্ত বাড়ি, গাড়ি, যেকোনো ভবন।
•         কাঁচ/প্লাস্টিকের বোতল/ক্যান/ডাবের খোসা।
•         ওয়াসার পানির মিটার, অব্যবহৃত বালতি, ড্রাম, পানি রাখার মটকা।
•         বাড়ির ছাদ, উঠান এবং দুই দালানের মাঝে স্যাঁতস্যাঁতে জায়গা।
•         বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং আঙ্গিনা।

ডেঙ্গু ও চিকনগুনিয়া নিয়ে আতঙ্ক নয়, মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন, অসাবধানতা বা অবহেলার সময় আর না। আশপাশের কোনো পাত্র বা স্থানে পানি জমছে কিনা তা খুঁজে দেখুন। দ্রুত সেই পরিত্যক্ত পাত্র বা স্থান পরিষ্কার করে নিজেকে, নিজের সন্তান ও স্বজনকে এবং প্রতিবেশী সবাইকে মশাবাহিত সব রোগ থেকে মুক্ত রাখুন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন