বুধবার জাপানে আঘাত হানবে ঘূর্ণিঝড় নেপারতাক

বুধবার জাপানে আঘাত হানবে ঘূর্ণিঝড় নেপারতাক
আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (২৮ জুলাই) জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানবে মৌসুমি ঝড় নেপারতাক। এর প্রভাবে টোকিও ও এর আশপাশের এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার আনুমানিক বিকেল ৩টার দিকে কেসেনুমা শহরের কাছে ঝড়টি আঘাত হানবে।এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে টোকিওসহ আশপাশের এলাকায় মঙ্গলবার (২৭ জুলাই) তীব্র বাতাসসহ বৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের কারণে টোকিও অলিম্পিকে এরইমধ্যে আর্চারি ও সার্ফিংসহ বেশ কিছু খেলার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

“চবির পঞ্চম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট. প্রদান, ডিগ্রি পেলেন ২২ হাজারেরও বেশি শিক্ষার্থী”