আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে বরাবাঁকিতে সড়ক দুর্ঘটনায় ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৪ জন।দূর্ঘটনার সময় তাদের সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। মঙ্গলবার রাতে লখনৌ থেকে ২৮ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ডাবল ডেকার বাসে চড়ে পাঞ্জাবের আম্বালা থেকে বিহারে যাচ্ছিলেন ১৪০ জন শ্রমিক। রাত ১২টা নাগাদ বাসটি খারাপ হয়ে গেলে বাসটির কাছে রাস্তায় সবাই ঘুমিয়ে পড়ে। সেই সময় দ্রুত গতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় ১৮ জন শ্রমিক। আহতদের হাসপাতালে নেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদের দেহ উদ্ধারের পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।