পাঁচবিবিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পাঁচবিবিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কল্যাণপুর এলাকায় মাঠে মাছ ধরার সময় বজ্রপাতে আসাদুল হক বাবু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  সোমবার (১৯ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।উপজেলার কল্যাণপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে মাঠের জমিতে আসাদুলসহ কয়েকজন জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয় একপর্যায়ে বজ্রপাতে হলে আসাদুলের শরীর ঝলসে যায়।  গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি