দূতাবাস খুলে ফ্লাইট চালুর অনুরোধ উজবেকিস্তানকে

দূতাবাস খুলে ফ্লাইট চালুর অনুরোধ উজবেকিস্তানকে
নিজস্ব প্রতিবেদক : উজবেকিস্তানকে বাংলাদেশে দূতাবাস খোলার পাশাপাশি বিমান যোগাযোগ চালুর অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।উজবেকিস্তান সফর শেষে ফিরে সোমবার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্র মন্ত্রী বলেন, উজবেকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল ইন সাউথ এশিয়া কানেক্টিভিটি অপারচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস সম্মেলনে গিয়েছিলাম। সেখানে ৪০টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিও এসেছিল। বিভিন্ন দেশের মোট প্রতিনিধি ছিল ২৫০ জনের মতো। আফগানিস্তান ও পাকিস্তানের সরকার প্রধানও উপস্থিত ছিলেন।আমি দেশটির সরকার প্রধানকে বলেছি, আমাদের অনেক পর্যটক ভারত ভ্রমণে যায়। প্রতি বছর প্রায় ২৮ লাখ মানুষ ভারতে যায়। দূতাবাস খুলে দেওয়ার পাশাপাশি বিমান যোগাযোগ চালু করলে আপনাদের দেশেও বাংলাদেশি পর্যটক আসবে। এতে তারা সম্মতি দিয়েছেন। বলেছেন, পুরোপুরি দূতাবাস খুলতে না পারলেও কনসুলেট খোলা যেতে পারে।উজবেকিস্তান বাংলাদেশে টেক্সটাইলও তুলা দিয়ে পণ্য উৎপাদনে যৌথ উদ্যোগে শিল্প কারখানা করতে চায়। তৈরি পোশাক কারখানা করতে চায়। আমি তাদের বলেছি, যারা এসব করেন তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেব।  উজবেকিস্তানের স্বাধীনতার ৫ বছরের মধ্যে বাংলাদেশ সেখানে দূতাবাস খুললেও দেশটি এখনো বাংলাদেশে দূতাবাস খোলেনি। বিমান যোগাযোগ এক সময় চালু থাকলেও দীর্ঘদিন ধরে তা বন্ধ রয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন