আন্তর্জাতিক ডেস্ক :পশ্চিম ইউরোপের সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অনেকে।ছাড়াও এ বন্যায় গৃহহারা হয়েছেন অনেক মানুষ। অতিতের সব রেকর্ড ভেঙে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশির ভাগ নদীর তীর এবং এর আশপাশের এলাকা।
জার্মানির চ্যান্সলার এঙ্গেলা মার্কেল জলবায়ু পরিবর্তনের এরূপ পরিস্থিতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
মৃতদের মধ্যে কমপক্ষে ২০ জন রয়েছে বেলজিয়ামের। এছাড়া হল্যান্ড, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ড এ ভয়াবহতার শিকার হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।