বেলজিয়াম-জার্মানির বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০

বেলজিয়াম-জার্মানির বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০
আন্তর্জাতিক ডেস্ক :পশ্চিম ইউরোপের সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অনেকে।ছাড়াও এ বন্যায় গৃহহারা হয়েছেন অনেক মানুষ।  অতিতের সব রেকর্ড ভেঙে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশির ভাগ নদীর তীর এবং এর আশপাশের এলাকা।
জার্মানির চ্যান্সলার এঙ্গেলা মার্কেল জলবায়ু পরিবর্তনের এরূপ পরিস্থিতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

মৃতদের মধ্যে কমপক্ষে ২০ জন রয়েছে বেলজিয়ামের। এছাড়া হল্যান্ড, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ড এ ভয়াবহতার শিকার হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি