বরিশাল প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিশু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ায় বরিশালের বাবুগঞ্জে একটি কিন্ডারগার্টেন সিলগালা করা হয়েছে।শনিবার (১৭ জুলাই) উপজেলার রহমতপুর ইউনিয়নের কলেজ গেট এলাকার বর্ণমালা কিন্ডারগার্টেনে এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।এ সময় কিন্ডারগার্টেন পরিচালককেও জরিমানা করা হয়।বাবুগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার বেলা ১১টায় গোপন সূত্রে খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান রহমতপুর কলেজগেট এলাকায় বর্ণমালা নামের ওই কিন্ডারগার্টেনে পুলিশ নিয়ে অভিযান চালান।এ সময় স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছিলেন। পরে কিন্ডারগার্টেনের পরিচালক অপু চন্দ্র দাসকে হাতেনাতে ধরে ফেলেন সহকারী কমিশনার (ভূমি)। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন ও কিন্ডারগার্টেনটি সিলগালা করে দেন।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।