আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ভ্রমণকারীদের অন্যতম পছন্দের জায়গা ফ্রান্সের আইফেল টাওয়ার। প্রতি বছর লাখ লাখ পর্যটক যেখানে যান আইফেল টাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে আর টাওয়ারকে পেছনে রেখে ছবি তুলতে।
কিন্তু মহামারি করোনার কারণে বন্ধ করে দেওয়া হয় আইফেল টাওয়ারও। দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে ফ্রান্সে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে আইফেল টাওয়ার। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত লম্বা সময় ধরে বন্ধ ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত জনপ্রিয় এই স্থাপনা। আইফেল টাওয়ার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলেও সতর্কতা হিসেবে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব ও সব ধরনের স্বাস্থ্যবিধি। স্বাভাবিক সময়ের চেয়ে দিনে অর্ধেক দর্শনার্থীর সুযোগ হবে টাওয়ার দেখার। আগে দিনে প্রায় ৩০ হাজার দর্শনার্থী যেতে পারলেও এখন এই সংখ্যা ১৩ হাজারে সীমিত রাখা হচ্ছে। তবে ফ্রান্স সরকারের জারি করা বিধি অনুযায়ী, আইফেল টাওয়ার পরিদর্শন করতে হলে দর্শনার্থীদের করোনার টিকা গ্রহণের সনদ বা নমুনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।