নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকা থেকে অস্ত্রসহ শিপলু আহম্মেদ ওরফে সোলায়মান শিপলুকে (২৭) গ্রেফতার করেছে র্যাব-৪।শনিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।অভিযানে শিপলুর কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ২টি ছুড়ি ও ৪২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যাব।শনিবার (১৭ জুলাই) বিকালে র্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি শিপলুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক এবং হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি নানা সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। ছিনতাই, জমি দখল, মাদকের কারবার এবং কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য তিনি। দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে এলাকায় মহড়া দিতেন এবং অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের কাছ থেকে জোরপূর্বক চাঁদাদাবি করতেন তিনি। কেউ চাঁদা দিতে না চাইলে তাকে মারধরসহ গুরুতর জখম করে টাকা আদায় করতেন শিপলু।গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।