জবি প্রতিনিধি : আগামী শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে বিভিন্ন জেলায় যেতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।তিনি বলেন, শনিবার (১৭ জুলাই) থেকে আমাদের বাস ছেড়ে যাবে। এজন্য সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে।শনিবার সিলেট, রাজশাহী, রংপুর বিভাগে; রোববার খুলনা ও বরিশাল বিভাগে; সোমবার চট্টগ্রাম ও ময়মনসিংহে বিভাগে যাবে জবি শিক্ষার্থীদের বাস।বাসে ওঠার ক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্যবিধি। বাসে ওঠার আগে মাপা হবে শরীরের তাপমাত্রা এবং সঙ্গে রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড।
বগুড়া প্রতিনিধি:: বগুড়ায় জেলা কারাগারে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন মারা গেছেন। তিনি সোমবার দিবাগত রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । শহিদুল ইসলাম রতন শহরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ। তিনি জানান, শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা ছিল তাকে। গতকাল বিকেলেও তাকে নেবুলাইজার দেয়া হয়েছিল। পরে রাতে ২ টার দিকে মারা যান তিনি।