জবি প্রতিনিধি : আগামী শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে বিভিন্ন জেলায় যেতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।তিনি বলেন, শনিবার (১৭ জুলাই) থেকে আমাদের বাস ছেড়ে যাবে। এজন্য সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে।শনিবার সিলেট, রাজশাহী, রংপুর বিভাগে; রোববার খুলনা ও বরিশাল বিভাগে; সোমবার চট্টগ্রাম ও ময়মনসিংহে বিভাগে যাবে জবি শিক্ষার্থীদের বাস।বাসে ওঠার ক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্যবিধি। বাসে ওঠার আগে মাপা হবে শরীরের তাপমাত্রা এবং সঙ্গে রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।