মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যাত্রীবাহী যানবাহন ফেরিতে ও যাত্রীরা লঞ্চ যোগে নৌপথ পারাপার হচ্ছেন। সকালে তেমন চাপ না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সারি ও যাত্রীর উপস্থিতি ।বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর পৌনে ১টার দিকেপাটুরিয়া ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ কিছুটা বাড়ছে। বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও পুলিশ প্রশাসন এমন তথ্য নিশ্চিত করেছে। পাটুরিয়া নৌপথ পারের অপেক্ষায় প্রায় ৮০টি যাত্রীবাহী, শতাধিক ছোট গাড়ি (ব্যক্তিগত) এবং ৩ শতাধিক পণ্যবোঝাই ট্রাক নৌপথ পারের অপেক্ষায় রয়েছে।লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্নালাল নন্দী বলেন, সকালে লঞ্চ ঘাটে তেমন কোন যাত্রীর চাপ ছিল না। তবে এখন কিছু কিছু যাত্রী আসতে শুরু করেছে। আমরা অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চগুলো ছাড়ছি এবং সরকার নির্ধারিত ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করেই যাত্রীদের টিকিট দিচ্ছি বলেও জানান তিনি।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীবাহী পরিবহনের চাপ বাড়ছে। বর্তমানে ছোট বড় সব মিলিয়ে কয়েক শতাধিক যানবাহন নৌপথ পারের অপেক্ষায় আছে এবং যানবাহন পারাপারের জন্য ১৫টি ফেরি নিয়োজিত আছে। দু’একদিনের মধ্যে আরও দু’টি ফেরি এই নৌবহরে যোগ হবে বলেও জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তা মহিউদ্দিন রাসেল।পাটুরিয়া ঘাটে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) বাশার বলেন, রাতের দিকে অনেক গাড়ি পার হয়েছে। সকালের দিকে যানবাহনের চাপ অনেকটাই কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীর চাপ বাড়ছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন পার করা হচ্ছে এবং এ চাপ কমে এলে পণ্যবোঝাই ট্রাকগুলো পার করা হবে বলেও জানান তিনি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।