২৩ জুলাই থেকে ৫ আগস্ট সব শিল্প-কারখানা বন্ধ

২৩ জুলাই থেকে ৫ আগস্ট সব শিল্প-কারখানা বন্ধ
নিজস্ব প্রতিবেদক : চলমান বিধি-নিষেধে সব শিল্প-কলকারখানা খোলা রাখা হলেও করোনার সংক্রমণ রোধে ঈদের পর তা বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার।আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে।একই প্রজ্ঞাপনে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ দেওয়া হয়।২৩ জুলাই থেকে ৫ আগস্টের বিধিনিষেধের ৫ নম্বর শর্তে বলা হয়েছে, সকল প্রকার শিল্প-কলকারখানা বন্ধ থাকবে।তবে এর আগে ১-১৪ জুলাইয়ের বিধিনিষিধের প্রজ্ঞাপনের ১১ নম্বর শর্তে বলা ছিল, শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।করোনা সংক্রমণ রোধে ঈদের পরের বিধি-নিষেধ আরও কঠোর হবে বলে জানিয়েছে সরকার। ২৩ জুলাই থেকেই গণপরিবহন, সরকারি-বেসরকারি সব অফিস এবং শপিংমল বন্ধ রাখা হবে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি