নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডের তদন্তে নেমে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।সোমবার দুপুরে ও বিকেলে তারা রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আলামত সংগ্রহ ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন।গত বৃহস্পতিবার লাগা এ আগুনে নিহত তিনজনের লাশ আগেই পরিচয় মিললেও বাকি অঙ্গার হয়ে যাওয়া ৪৮টি লাশ চিহ্তি হয়েছে ডিএনএ পরীক্ষায়।জেলার পুলিশ সুপার জায়েদুল আলম জানান, আগুনে মরদেহ ৪৯টি ব্যাগে উদ্ধার করা হলেও সেখানে ডিএনএ পরীক্ষায় ৪৮টি মরদেহ শনাক্ত করা হয়েছে। এ কারণে আগুনে পোড়া ৪৮টিসহ মোট ৫১ জনের মৃত্যু হয়েছে।তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, গত রোববার থেকে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের আলামত এবং তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এছাড়া ১৪ জন শ্রমিকের সাক্ষ্য নেওয়া হয়েছে।পরে বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের তদন্ত কমিটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারীর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে।সোমবার থেকে এ তদন্ত কমিটি কাজ শুরু করে। তারা কারখানার শ্রমিকদের সঙ্গে কথাও বলেন।শামীম বেপারী জানান, তদন্ত শেষে সুপারিশসহ শীঘ্রই তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা।এ ঘটনায় রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিনের হত্যা মামলায় গ্রেপ্তার হাসেম ফুডসের চেয়ারম্যান আবুলে হাশেমসহ আটজনকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কর্মকর্তা।জানতে চাইলে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, কারখানার অগ্নিনির্বাপন ব্যবস্থা, সিঁড়ি না থাকাসহ বিভিন্ন অনিয়ম এবং মৃত্যুর ঘটনায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে।জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস ছাড়াও কলকারখানা পরিদর্শন ও প্রতিষ্ঠান অধিদপ্তর পৃথকভাবে ঘটনাটি তদন্ত করেছে। এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির উদ্দিন আহমেদ অগ্নিকাণ্ডে আহত শ্রমিক খোঁজ নিতে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
হাকিম বাপ্পি,কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধিকতর সম্প্রসারণ প্রকল্পের আওতায়
| শিরোনাম কোন মন্তব্য নাইআরিফুল ইসলাম আরিফ, নীলফামারী:আগে দেশে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে,
| শিরোনাম কোন মন্তব্য নাইআল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।
| শিরোনাম কোন মন্তব্য নাইপ্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে পৌনে ৮ টন
| শিরোনাম কোন মন্তব্য নাইমাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে এক নারীকে তার সন্তানকে শিশু বিশেষজ্ঞ
| শিরোনাম কোন মন্তব্য নাইকেরানীগঞ্জ প্রতিনিধিঃ আনন্দ মুখর পরিবেশে কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ফল উৎসব
| শিরোনাম কোন মন্তব্য নাইআরিফুল ইসলাম আরিফ, নীলফামারী: “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”এই
| শিরোনাম কোন মন্তব্য নাইআব্দুল হামিদ ,সন্দ্বীপ (চট্টগ্রাম): চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
| শিরোনাম কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক : সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্ত করেছেন আফগানিস্তানের
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : ভাগ্য বদলাতে ও উন্নত জীবনযাপনের আশায় ইউরোপের
| জাতীয়করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক
| জাতীয়নিউজ ডেস্ক::::: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায়
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, লোকসঙ্গীত শিল্পী ও
| জাতীয়ঢাকা: বাংলাদেশে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া গুম ও বিচার বহির্ভূত
| জাতীয়নিউজ ডেস্ক : রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল
| জাতীয়