তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ জন অভিবাসী মারা গেছেন। নিহতদের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকও রয়েছেন।রোববার (১১ জুলাই) রয়টার্স এ খবর প্রকাশ করেছে।রয়টার্স জানায়, তুরস্কের ভেন প্রদেশে ৩৮ জন অভিবাসী নিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে বাসটিতে আগুন ধরে মারা যান ১২ জন। মৃতরা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক। বাকি ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।ইরান সীমান্তে অবস্থিত তুরস্কের ভেন প্রদেশ। এখান থেকে অভিবাসীরা তুরস্ক হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমিয়ে থাকেন ।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।