নিজস্ব প্রতিবেদক: মহামারি মোকাবিলায় জাতীয় সংসদে নানা সমালোচনার রেশ কাটতে না কাটতেই সংবাদ সম্মেলন ডেকেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে করোনা মহামারি ও ভ্যাকসিন কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং করার কথা ছিল মন্ত্রীর।আগের দিন মিডিয়াগুলোয় আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কিন্তু সংবাদ সম্মেলনের ঘণ্টাখানেক আগে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো মেইলে তা স্থগিতের কথা জানানো হয়।করোনা মহামারিকালে সরকারি অফিস ও গণপরিবহন বন্ধ, জরুরি প্রয়োজনে সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয় সীমিত পরিসরে খোলা আছে। তাই সাংবাদিকরাও প্রয়োজন ছাড়া সচিবালয়ে যাচ্ছেন না। এ অবস্থায় অনেক সাংবাদিক সব ধকল ও ঝুঁকি নিয়ে সচিবালয়ে পৌঁছান, কেউ ছিলেন পথে। এক ঘণ্টা আগের নোটিশে সংবাদ সম্মেলন স্থগিত করায় তাই সমালোচনা তুঙ্গে। যদিও সংবাদ সম্মেলন স্থগিতের নোটিশে সই করা ছিল আগের দিনের তারিখে। তাহলে কেন এক ঘণ্টা আগে স্থগিতের কথা জানানো হলো- সেই সমালোচনা শুনতে হচ্ছে মন্ত্রণালয়কেই।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।