স্পোর্টস ডেস্ক : পারফরম্যান্সে প্রভাব পড়ার ভয়ে অধিনায়কের দায়িত্ব নিতে ভয় পান বলে কদিন আগেই জানিয়েছিলেন রশিদ খান। কিন্তু এই লেগ স্পিনারের কাঁধেই আবার আফগানদের টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার দেওয়া হলো।মঙ্গলবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই সঙ্গে রশিদ খানের সহকারী হিসেবে নাজিবউল্লাহ জাদরানের নাম ঘোষণা করা হয়েছে। গত মে মাসে আসগর আফগানকে তিন সংস্করণের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় এসিবি। এরপর বাঁহাতি ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদিকে টেস্ট ও ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ওই সময় টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।আফগানদের নেতৃত্বে রশিদ খান এর আগেও ছিলেন। ২০১৯ বিশ্বকাপের আগে আফগানিস্তানের নেতৃত্বের পালাবদলে টি-টোয়েন্টির দায়িত্ব পান তিনি। দুই মাস পর তাকে তিন সংস্করণেই অধিনায়ক করা হয়। কিন্তু তার নেতৃত্বে আফগানরা ১০ ম্যাচের ৭টিতে জিতলেও আট মাস পর তাকে সরয়ে দেওয়া হয়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।