ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে করোনার সংক্রমণের হার আবার বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।নতুন আক্রান্ত হয়েছেন ১১৩ জন।ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, রোববার (০৪ জুলাই) সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ২৯২ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কালীগঞ্জ ও কোটচাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে চারজন ও মহেশপুরে উপসর্গ নিয়ে মারা গেছেন দু’জন। গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণের হার ৩৮.৬৮ ভাগ। এনিয়ে ঝিনাইদহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার হাজার ৭০৪ জনে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।