লাইফস্টাইল ডেস্ক : করোনায় আক্রান্ত হলে তার প্রভাব পড়ে আমাদের শরীরের নানা অঙ্গে। অনেকেরই করোনা থেকে সেরে ওঠার পরও দৃষ্টিশক্তি কম মনে হয়।চোখে ঝাপসা দেখা, চোখে ব্যথা-মাথা ব্যথা থাকে বেশ অনেকটা সময়। করোনাকালে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে ঘরের তৈরি ম্যাজিক মিশ্রণ।
যেভাবে তৈরি করবেন:
তিসি তেল ২০০ গ্রাম, পাতি লেবু ৪টি, মধু ১ কেজি ও ৩টি রসুনের কোয়া নিন। প্রথমে রসুন আর পাতি লেবু ছোট ছোট টুকরো করে এক সঙ্গে ব্লেন্ড করে নিন। এবার তিসি তেল ও মধু মিশিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো আপনার ম্যাজিক মিশ্রণ। এবার এই মিশ্রণ একটি পাত্রে ভরে ফ্রিজে রাখুন। প্রতিদিন খাবার খাওয়ার আগে এক চা-চামচ করে এই মিশ্রণ খেয়ে নিন। যদি ঠাণ্ডা খেতে সমস্যা হয়, তাহলে আগেই ফ্রিজ থেকে এক চামচ মিশ্রণ বের করে রুম টেম্পারেচারে এনে নিন।দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ থাকতে এই মিশ্রণ সবাই সারা বছর খেতে পারি। তবে দেখতে যদি বেশি সমস্যা হয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।