নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তভার পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।শনিবার (৩ জুলাই) মামলাটি রমনা থানা-পুলিশের কাছ থেকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়।সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এ কে এম রহমতউল্লাহ চৌধুরী মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।গত ২৭ জুন সন্ধ্যার দিকে রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। এতে আহত হন দুই শতাধিক মানুষ।বিস্ফোরণের ঘটনায় গত ২৯ জুন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে অবহেলা জনিত মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ভবন মালিকের সার্বিক অব্যবস্থাপনা, অতি পুরোনো বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং ত্রুটিপূর্ণ গ্যাস ব্যবস্থাপনার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
বগুড়া প্রতিনিধি: আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপোইল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার অটোচালক আব্দুল মমিনের স্ত্রী জুলেখা বেগম(২৪) ও সন্তান মুশফিকা খাতুন (৪)। এসময় মরদেহের পাশে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা ছিল- ‘ আমি আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করলাম। আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ মা মেয়ের এ হত্যায়