নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারায় ১৪ বছর বয়সী গৃহকর্মী কুলসুম আক্তার নিজেকে নির্যাতনের কথা জানিয়ে আদালতে জবানবন্দি দিয়েছে।শনিবার (০৩ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।এদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল হোসেন ভুক্তভোগী কুলসুম আক্তারকে আদালতে হাজির করে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর কুলসুমকে তার বোন ফাতেমা বেগমের জিম্মায় দেন আদালত।গত ১ জুলাই কুলসুমকে নির্যাতনের অভিযোগে তার বোন ফাতেমা বেগম ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আসাদুর রহমান আরিফ এবং তার স্ত্রী মাহফুজা রহমানকে আসামি করা হয়। মামলা দায়েরের পর আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আরিফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।