চট্টগ্রাম প্রতিনিধি : সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে অভিযান চালাচ্ছে আনোয়ারা উপজেলা প্রশাসন। অহেতুক ঘোরাঘুরি করায় ১০টি মামলায় সাড়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।শনিবার (৩ জুলাই) কঠোর লকডাউনের তৃতীয় দিন। ভোর থেকে দুপুর পর্যন্ত আনোয়ারার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ। ইউএনও শেখ জুবায়ের আহমেদ বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে আছি। বিনা প্রয়োজনে, অহেতুক এবং স্বাস্থ্যবিধি অমান্য করে আড্ডা দেওয়ার সময় ১০টি মামলায় সাড়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও তাদেরকে সতর্ক করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।